ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

​বিদেশে ৮টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:০২:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:০২:৩৯ অপরাহ্ন
​বিদেশে ৮টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্রের আসন তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সে অনুযায়ী এবারও দেশের বাইরের আটটি কেন্দ্রে এ পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ মে) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদেশি কেন্দ্রগুলো হচ্ছে- বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (জেদ্দা), বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (রিয়াদ), বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ (ত্রিপলী), বাংলাদেশ মাশহুরুল হক স্মৃতি হাই স্কুল ও কলেজ, (দোহা, কাতার), শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল ও কলেজ (আবুধাবি), বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ (রাস আল খাইমা), বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ (বাহরাইন) এবং বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ (সাহাম, ওমান)।

এছাড়াও সারাদেশের আরও ৩০০টি কলেজের কেন্দ্র বা কেন্দ্র সংশ্লিষ্ট অন্য কলেজের আসন বিন্যাসও প্রকাশ করা হয়েছে। কেন্দ্রগুলোর কোড নম্বর, আওতাধীন কলেজসমূহের নাম ও কোড নম্বরসহ বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র সংগ্রহ করবেন। পরীক্ষা শেষে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

এছাড়া জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারকে কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা সিনিয়র কোনো অধ্যাপককে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে একই তারিখ ও স্মারকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিকে প্রতিস্থাপন করে বর্তমান বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ