বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মেডিসিন ভবনে রোববার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের মেডিসিন ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী, ফায়ারসার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালের বর্ধিত নতুন মেডিসিন ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। নীচতলার স্টোররুমে বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা। এর পরপরই স্টোররুমে থাকা বেডের ফোমে আগুন লেগে যায়। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ও ধোঁয়ার সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ধোয়ায় পুরো ভবন আচ্ছাদিত হয়ে পড়ে। এ সময় রোগী এবং স্বজনেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা হাসপাতাল ভবনের ওপর তলায় থাকা রোগীদের উদ্ধার করে মূল ভবনে স্থানান্তর করে।
আগুনের ঘটনায় কতজন হতাহত হয়েছে তা জানাতে পারেননি হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহমুদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সঠিক তথ্য নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে