ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫ , ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​রূপপুর পারমাণবিকের আরও ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৭:০৭:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৭:০৭:৪০ অপরাহ্ন
​রূপপুর পারমাণবিকের আরও ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত ​ছবি: সংগৃহীত
রূপপুর পারমাণবিকের নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে ( এনপিসিবিএল) কর্মরত আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) প্রকল্প পরিচালক ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাছান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে ( স্মারক নং-৪৮৯ ) এই সাময়িক বরখাস্তের কথা বলা হয়। নিরাপত্তার স্বার্থে ওই আট কর্মকর্তা-কর্মচারীকে প্রকল্প এলাকায় প্রবেশ তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন, ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিপ্লব (সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), শামীম আহমেদ (সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), মো. মনির (উর্ধ্বতন সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), মোহাম্মদ সালাহ উদ্দিন (সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), মো. হোসেনুজ্জামান খাঁন (উর্ধ্বতন উপ-সহকারী ব্যবস্থাপক-ইলেকট্রিক্যাল, মো গোলাম আজম (সহকারী ব্যবস্থাপক-মেকানিক্যাল), রিয়াজ উদ্দিন (টেকনিশায়ন-ইলেকট্রনিক্স) ও মো, ইসমাইল হোসেন (টেকনিশিয়ান-ইলেকট্রিশিযান)।

সাময়িক বরখাস্তের নোটিশে উল্লেখ করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা ও এনপিসিবিএলে তাঁরা শৃঙ্খলাবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। কর্তব্যে অবহেলা করেছেন এবং করছেন। তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১০ দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস সাময়িক বরখাস্তের সত্যতা স্বীকার করেছেন।

প্রসঙ্গত: গত ৮ মে এক আদেশে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ইমপ্লইজ সার্ভিস রেজুলেশন’ ২০২৫ এর প্রবিধান ৫২.১ অনুযায়ী ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি দেয়া হয়। অব্যাহতিপ্রাপ্ত মধ্যে ১৫ জন বিএসসি এবং ৩ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ