দুবাইয়ে বেনজীরের স্ত্রীর দুই ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৫-২০২৫ ০৮:৪৫:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৫-২০২৫ ০৮:৪৫:৩৭ অপরাহ্ন
ফাইল ছবি
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ে থাকা এক কোটি চার লাখ ৭৯ হাজার দিরহামের দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
একইসঙ্গে তার নামে দুটি ব্যাংক হিসাবে থাকা এক লাখ ৬২ হাজার দিরহাম অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এদিন দুদকের উপপরিচালক জয়নাল আবেদীন এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জিসান মির্জার নামে দুবাইয়ে বুর্জ খলিফায় একটি ও আল ওয়াসি ভবনে একটি ফ্ল্যাট রয়েছে। বুর্জ খলিফায় ফ্ল্যাটের মূল্য ৫৫ লাখ দিরহাম বলে উল্লেখ করেছে দুদক। এছাড়া অন্য ফ্ল্যাটটির মূল্য ৪৯ লাখ ৭৯ হাজার ৮৫৪ দিরহাম উল্লেখ করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত অর্থ অবৈধভাবে পাচার করেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ২৭(১) এর অধীনে ফৌজদারি অপরাধ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে অপরাধের অর্থ ফিরিয়ে আনার জন্য অভিযুক্ত জিসান মির্জার স্থাবর সম্পত্তির হস্তান্তর বা হস্তান্তর বন্ধ করার জন্য স্থাবর সম্পত্তি জব্দ এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স