ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​রবিকে বিএনপির শোকজ, খুঁজছে পুলিশ

আপলোড সময় : ১২-১০-২০২৪ ০১:০০:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৯:৪৪:০০ অপরাহ্ন
​রবিকে বিএনপির শোকজ, খুঁজছে পুলিশ
দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মী তানজিল জাহান ইসলাম তামিম নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
শুক্রবার (১১ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক অফিস আদেশে এই নোটিশ দেওয়া হয়।
এতে বলা হয়, গতকাল (বৃহস্পতিবার) সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান নিহত হওয়ার ঘটনায় আপনি জড়িত আছেন মর্মে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
বিএনপি নেতা শেখ রবিউল আলম ‘প্লিজেন্ট প্রপার্টি’র ব্যবস্থাপনা পরিচালক। এই ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জেরে বাসায় ঢুকে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে  (৩৪) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টে তার বাসায় এ ঘটনা ঘটে।
পরে শুক্রবার এ ঘটনায় সাথে জড়িত সন্দেহে পাঁচ আসামিকে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। শনিবার ভোর পাঁচটার দিকে রাজধানী থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ছয়জনে। 
এদিকে বিএনপি নেতা শেখ রবিউল আলমকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বাংলা স্কুপ/হৃদয় হোসেন /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ