চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন হোসেন
আপলোড সময় :
১২-১০-২০২৪ ১২:৪৭:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৪ ১২:৪৭:৩৮ অপরাহ্ন
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নাট্যজন, নির্দেশক ও অভিনেতা বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন হোসেন মারা গেছেন। তাঁর বয়স ছিল ৮১ বছর।
স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও স্ত্রী রওশন আরা হোসেনকে রেখে গেছেন।
জামাল উদ্দিন হোসেনের ছেলে ক্যালগেরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাশফিন হোসেন তাঁর বাবার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবা যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে কানাডার ক্যালগিরিতে তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এর মধ্যে গত ১৮ সেপ্টেম্বর তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি হন।
পারিবারিক সূত্রে জানা যায়, জামাল উদ্দিন হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তিনি এতদিন লাইফ সাপোর্টে ছিলেন। ক্যালগেরি’র রকিভিউ হাসপাতালে শুক্রবার সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই শিল্পী।
টেলিভিশন ও মঞ্চ নাটকের এক সময়ের ব্যস্ত অভিনয়শিল্পী জামাল উদ্দিন সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। তাঁর স্ত্রী রওশন আরা হোসেনও একজন অভিনয় শিল্পী।
জামাল উদ্দিন হোসেন নাগরিক নাট্য সম্প্রদায় ছেড়ে একসময় প্রতিষ্ঠা করেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন তিনি। বিটিভিতে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অনেকগুলো মঞ্চ নাটকে নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশিত আলোচিত নাটকগুলোর মধ্যে আছে চাঁদ বণিকের পালা, খাঁচার ভিতর অচিন পাখি, রাজা রাণী, বিবি সাহেব, যুগলবন্দি।
গত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।
বাংলা স্কুপ/হৃদয় হোসেন /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স