আইপিএল নিয়ে সিদ্ধান্ত ৪৮ ঘণ্টায়, দলগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৫-২০২৫ ০৮:১৫:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৫-২০২৫ ০৮:১৯:০২ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির পর ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করার প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে বোর্ড সূত্র।
এর আগে, শুক্রবার (৯ মে) সাত দিনের জন্য আইপিএল স্থগিত করে বিসিসিআই। ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে ক্রিকেটার ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে, এখনো প্রতিযোগিতার ১৬টি ম্যাচ বাকি রয়েছে— যার মধ্যে রয়েছে ১২টি লিগ পর্বের ও ৪টি প্লে-অফ ও ফাইনাল ম্যাচ।
বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি স্থিতিশীল হলে আমরা আইপিএল ফের শুরু করতে আগ্রহী। তবে কেন্দ্রের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
তিনি জানান, সোমবারের মধ্যে ১০টি দলের মালিকপক্ষ, সম্প্রচারকারী সংস্থা, স্পনসর, রাজ্য ক্রিকেট বোর্ড ও বিদেশি বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
আইপিএল বন্ধের পর বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশে ফিরে গেছেন। তারা আবার ভারতে ফিরতে রাজি হবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বোর্ডগুলোর সাড়াও গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিসিসিআই।
বোর্ড কর্তারা দলগুলোকে মঙ্গলবারের মধ্যে প্রস্তুত থাকতে বলেছেন। সব কিছু অনুকূলে থাকলে শিগগিরই আইপিএলের নতুন সূচি ঘোষণা করা হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স