সিন্ধু পানিচুক্তি স্থগিত: যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের আহ্বান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১১-০৫-২০২৫ ০২:৩৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৫-২০২৫ ০২:৩৮:৪৪ অপরাহ্ন
ফাইল ছবি
সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তির স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য ভারতকে চাপ দেওয়ার জন্য পাকিস্তানের পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরার।
রবিবার (১১ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য জাওয়াইদ লতিফ বলেন, “পাকিস্তান সরকারকে অবিলম্বে মার্কিন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি তুলে ধরতে হবে যাতে ২৪ এপ্রিল ভারত কর্তৃক চুক্তি স্থগিত রাখার অবৈধ একতরফা সিদ্ধান্ত প্রত্যাহার নিশ্চিত করা যায়।” লতিফ ডনকে আরো বলেন, “আমি মনে করি অবিলম্বে এই বিষয়টি উত্থাপন করার এখনই সঠিক সময়।”সিন্ধু পানিচুক্তি স্থগিত নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তিনি এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার আহ্বান জানান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে যুক্তবিরতি হলেও সিন্ধু পানিচুক্তি স্থগিতই রাখছে ভারত।
পাকিস্তানের কৃষি সেচের ৮০ শতাংশ পানি ভারতের সঙ্গে সিন্ধু নদীর পানিচুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। গত ২৪ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার সঙ্গে পাকিস্তানের মদদের অভিযোগ তুলে সিন্ধু পানিচুক্তি স্থগিত করে ভারত। এর পাশাপাশি গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে হামলাও চালায় ভারত। পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয় বলে দাবি করে ভারত। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালালে প্রতিবেশী দেশ দুটির মধ্যে যুদ্ধ উত্তেজনা তৈরি হয়। টানা চারদিন ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নেয়। তবে গতকাল শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।
ভারত সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, দুই দেশের সংঘাতের ক্ষেত্রে বিরতি দেওয়া হলেও পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানিবণ্টন চুক্তি, বাণিজ্য ও ভিসা স্থগিতের মতো যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সব বহাল আছে। এর প্রতিক্রিয়ায় এবার পাকিস্তানের পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা ভারতের স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার আহ্বান জানালেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স