রাষ্ট্রে আর কোনো বিভক্তির রাজনীতি চলবে না: আমীর খসরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৫-২০২৫ ১২:৪৯:২০ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৫-২০২৫ ০২:০৩:৪৩ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠের রাজত্ব হবে না। দেশ পরিচালিত হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণে। এই রাষ্ট্রে আর কোনো বিভক্তির রাজনীতি চলবে না।
রোববার (১১ মে) সকালে চট্টগ্রাম মহানগরীর ডিসি হিলের সামনে থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ আয়োজিত শান্তি শোভাযাত্রার শুরুতে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা, মতামতের ভিন্নতা থাকলেও পরমতসহিষ্ণু হতে হবে।
তিনি বলেন, গত ১৫ বছরে দেশ চরম অশান্তির মধ্য দিয়ে গেছে। এতো অশান্তির ভেতর দিয়ে গেছে এই দেশের রাজনীতি থেকে শুরু করে সমাজ, ব্যবসা-বাণিজ্য, রীতি-নীতি সব ভেঙে গেছে। তাই সব ধর্মের, সব মতের মানুষ মিলে এখন দেশ গড়তে হবে।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শান্তি শোভাযাত্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন, সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আলমগীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স