ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​গেজেটের পর আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৫-২০২৫ ১২:৩৫:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৩:৪১:১০ অপরাহ্ন
​গেজেটের পর আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ​ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই দলটির নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রেববার (১১ মে) সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সিইসি বলেন, ‘গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে। বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। কাল গেজেট হলে কালই সিদ্ধান্ত।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল কমিশনারদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান সিইসি।

প্রসঙ্গত, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে  আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সোমবার (১২ মে) এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ