ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর লিডারশীপ সামিটে প্রধান অতিথির বক্তব্যে ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল আলম খান মিলন বলেছেন, “ফ্যাসীবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে।”
শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সামিটে তিনি স্মরণ করিয়ে দেন, “যারা আমাদের বাড়িঘর ভাঙচুর করেছিল, সম্পদ লুণ্ঠন করেছিল, চাকরিচ্যুত করেছিল, এমনকি মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছিল—আমরা তাদের ক্ষতি করিনি। বরং আমরা ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান জানিয়েছি।” তিনি বলেন, “ফ্যাসীবাদীরা দেশপ্রেমিক ছাত্র-জনতার রক্তের ওপর পৈশাচিক নৃত্য চালিয়েছিল, কিন্তু তাদের শেষরক্ষা হয়নি।” বিশেষ অতিথি ড. হামিদুর রহমান আজাদ বলেন, “স্বৈরাচার কখনো স্থায়ী হয় না। আওয়ামী লীগ এক দশকের বেশি সময় দেশ পরিচালনা করে গণবিচ্ছিন্ন হয়ে লজ্জাজনকভাবে বিদায় নিয়েছে।” তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান।
প্রধান বক্তা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “দেশের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধির জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
এফডিইবি'র ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুছ ছাত্তার বলেন, “দেশে দীর্ঘকাল ধরে ফ্যাসীবাদী ও স্বৈরাচারী শাসন চলেছে। কিন্তু গণতন্ত্র ধ্বংস করেও তারা টিকে থাকতে পারেনি।”
এফডিইবি'র কেন্দ্রীয় সহ সম্পাদক প্রকৌশলী আবদুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, ফোরামের সাধারন সম্পাদক জয়নুল আবেদীন, সহ সভাপতি প্রকৌশলী তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আবুল হাসেম, আব্দুল বাতেন, মোস্তফা কামাল, রাজী উদ্দিন ফরাজী, মাহবুবুর রহমান, আব্দুল হাই, শাজাহান কবির রিপন, ফজলুল হক,ইয়াছিন আহম্মেদ ফারুক হোসেন, তারিকুল ইসলাম তারেক ও অতিদুজ্জামান নিজুমসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন