আকাশপথ খুলে দিল পাকিস্তান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১০-০৫-২০২৫ ০৯:০৫:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৫-২০২৫ ০৯:৫৬:৩৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তান তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এ কথা জানিয়েছে।
শনিবার (১০ মে) করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর, সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে।”
এর আগে, সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন। পরে বিষয়টি নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পেহেলগামের হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত। এর বিপরীতে গত ২৪ এপ্রিল ভারতীয় বিমান সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়।
এরপর ভারতও পাকিস্তানি বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স