ঢাকা , শনিবার, ১০ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বরকে জমি ও পেট্রল পাম্পসহ ১৫ কোটি রুপির বেশি যৌতুক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৬:৩৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৬:৩৭:৫০ অপরাহ্ন
বরকে জমি ও পেট্রল পাম্পসহ ১৫ কোটি রুপির বেশি যৌতুক ​ছবি: সংগৃহীত
ভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝাডেলি গ্রামের একটি মাড়োয়ারি পরিবারে এক মেয়েকে বিয়ে করেই ধনী হলেন এক যুবক। বিয়ে উপলক্ষ্যে পাত্রকে মোট ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি রুপির যৌতুক দিল পাত্রীর পরিবার। উপহারের তালিকায় কী কী ছিল। তাও বিয়ের অনুষ্ঠানে মাইকে ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি বিয়েবাড়ির এমন একটি ভিডিও ছড়িয়ে পড়তেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। খবর হিন্দুস্তান টাইমস এর।  

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয় বিয়ের অনুষ্ঠানের নানা কাণ্ডের ভিডিও, ছবি। কখনও নাচ-গানের, কখনও বা নানা আচার-অনুষ্ঠানের। বর্তমানে একটি ভিডিও ঘিরে জোর চর্চা চলছে। যেখানে দেখা গেছে, বিয়ের অনুষ্ঠানে সবার সামনে কোটি কোটি রুপির যৌতুক দেওয়া হচ্ছে পাত্রকে। পাত্রকে ঘিরে আছেন পরিবারের সদস্যরা। এক একটি উপহারের ঘোষণার পরেই হাততালিতে ভরিয়ে দিচ্ছেন সকলে। 

যৌতুকের তালিকা নিয়ে জানা গেছে, ওই পাত্রকে একাধিক স্বর্ণের গহনা, তিন কেজি রূপা, একটি পেট্রোল পাম্প, ২১০ বিঘা জমি ও কয়েক কোটি টাকা যৌতুক হিসেবে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৫ কোটি ৬৫ লক্ষ রুপির উপহার পেয়েছেন তিনি‌। সবটাই পাত্রীর পরিবারের পক্ষ থেকে পাত্রকে বিয়ের দিন দেওয়া হয়। 

উল্লেখ্য, ভারতের রাজস্থানের মাড়োয়ারি সমাজে মায়রা (যৌতুক) দেওয়াকে ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। নাগৌরে এই প্রথাটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়। তবে সাম্প্রতিক সময়ে বাড়তি প্রদর্শন নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রশ্ন উঠছে। বলা হচ্ছে, এই বিশাল অর্থব্যয় সমাজে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা এবং চাপ তৈরি করছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ