ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫ , ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​দুই তরুণীর সেই ‘ভাই’ পুলিশ হেফাজতে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৩:৪৪:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৩:৪৪:০৩ অপরাহ্ন
​দুই তরুণীর সেই ‘ভাই’ পুলিশ হেফাজতে ​ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জে অসামাজিক কাজের অভিযোগে একটি পিকনিকের লঞ্চে ভাঙচুর করা হয়েছে। এসময় দুই তরুণীসহ কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটে। এরই মধ্যে দুই তরুণীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মারধরে অভিযুক্ত যুবক নেহাল আহমেদ জিহাদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে মুন্সিগঞ্জ থানা-পুলিশ। 

মুন্সিগঞ্জ সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে কয়েকজন এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চ ভাড়া করে চাঁদপুরের মোহনপুর ঘুরতে যায়। ফেরার পথে মুন্সিগঞ্জ ঘাটে কিছু কেনার জন্য লঞ্চটি থামে। এ সময় স্থানীয় ছাত্র-জনতার সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অসামাজিক কাজের অভিযোগে স্থানীয়রা লঞ্চটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে লঞ্চটি পরে ঢাকার উদ্দেশ্য মুন্সিগঞ্জ ছেড়ে যায়।’

লঞ্চের ডেকে নেহাল আহমেদ জিহাদ নামের এক যুবক দুই তরুণীকে পেটাচ্ছে—এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ বিষয়ে জানতে চাইলে নেহাল আহমেদ জিহাদ বলেছিলেন, স্থানীয়রা তাদের আচরণ ও বেশভূষায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে চলে আসে। আমি তাদের নিবৃত্ত করতে ‘ভাই’ হিসেবে শাসন করেছি। এটা আমার করা উচিত হয়নি। আবার আমি এটা না করলে মানুষজন তাদের জামাকাপড় টেনে খুলে ফেলতো। আরও বেশি হেনস্তা করতো। তাছাড়া স্থানীয়দের কাছ থেকে অন্তত ৮টি মোবাইল আমি তাদের উদ্ধার করে দিয়েছি। আমি মারধরের ঘটনায় অনুতপ্ত।

মারধরের ব্যাপারে ওসি বলেন, ‘ভুক্তভোগী কেউ এখনও লিখিত কোন অভিযোগ করেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য নেহাল আহমেদ জিহাদকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে

​মুন্সিগঞ্জে লঞ্চে ২ তরুণীকে প্রকাশ্যে মারধর


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ