পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় গ্রেপ্তার ২
আপলোড সময় :
১১-১০-২০২৪ ১২:৪৪:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১০-২০২৪ ০৯:১৯:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন শহিদুল করিম ও নুরুল ইসলাম। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের আন্দরকিল্লার জেএম সেন হলে দেশাত্মবোধক সংগীতের কথা বলে চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্যদের ইসলামি গান পরিবেশন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, সেনাবাহিনীসহ প্রশাসনের অনেকে। সেখানেই ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিলেন জেলা প্রশাসক।
বাংলা স্কুপ/প্রতিনিধি /এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স