নারীসহ ১২ জন রক্তাক্ত
কুয়াকাটায় রক্তক্ষয়ী সংঘর্ষ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৫-২০২৫ ০৯:০৮:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৫-২০২৫ ০৯:০৮:৪৫ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
কুয়াকাটায় জমিজমার বিরোধ নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘাতে নারীপুরুষসহ অন্তত ১২ জন জখম হয়েছে। এর মধ্যে ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। কুয়াকাটার তুলাতলি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফরাজি বাড়ির সামনে এ সংঘর্ষ ঘটে। এসময় দুইটি বসতঘর ভাংচুর করা হয়েছে।
শুক্রবার সকালে ১০টার দিকে এ রক্তক্ষয়ী সংঘাত হয়েছে। গুরুতর আহতরা হচ্ছেন বাদশা ফরাজী (৫০), বাদল ফরাজী (৫০), বকুল নেছা (৪৫), রাসেল (১৯), কোহিনুর (৪০), মিলন (২২)। এরা সবাই বাদশা পরিবারের সদস্য। বাকি আহতরা হচ্ছেন রুহুল আমিন (৩২), ইয়াকুব (৩৪) ও লাইলি (৫০)। এরা তিনজন কুদ্দুস ফরাজী পরিবারের সদস্য। এদেরকে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, এ দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি রিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ শুক্রবার ফের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে যায়। লাঠিসোটা ধারালো অস্ত্র ব্যবহার করা হয় সংঘর্ষে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে সাতজনের মাথায় আঘাত রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ৯৯৯ এর কল পেয়ে তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাস্কপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স