ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গুলি করে জেলে হত্যা: মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

আপলোড সময় : ১১-১০-২০২৪ ১২:২৬:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৪ ০৯:১৮:৪৮ অপরাহ্ন
গুলি করে জেলে হত্যা: মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে জেলে নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। 

শুক্রবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় মিয়ানমারের দূতাবাসে এ সংক্রান্ত একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

গত বুধবার (৯ অক্টোবর) টেকনাফের শাহপরীর দ্বীপের কোনাপাড়ার বাসিন্দা মো. উসমানকে (৫৮) হত্যা করে মিয়ানমারের নৌবাহিনী। এ মর্মান্তিক ঘটনায় ঢাকাস্থ মিয়ানমারের দূতাবাসে পাঠানো ওই কূটনৈতিক নোটে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকার মিয়ানমারকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

এছাড়া সেন্টমার্টিনের কাছে সাগর থেকে ৫৮ জেলে ও ছয়টি ট্রলার অপহরণের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ ধরনের অযাচিত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য মিয়ানমারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের জলসীমার অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং কোনও উসকানিমূলক আচরণ পরিহার করার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ওই বার্তায়।

বাংলা স্কুপ/এ আক্তার/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ