ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে বজ্রপাতে দুইজন নিহত

আপলোড সময় : ১১-১০-২০২৪ ১১:১৯:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৪ ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন
নাটোরে বজ্রপাতে দুইজন নিহত নিহতের স্বজনের আহাজারি৷ সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। মৃত মো. মোমিন হোসেন (৩৫) নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার মো. সাদেক আলী ছেলে রায়হান আলী(৩২)। আহতরা হলেন- মো. সেন্টু (৫২) উপজেলার একই এলাকার মৃত কাফাজ উদ্দিনের ছেলে এবং মকবুল হোসেনের রংপুর জেলায় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে নৌকা নিয়ে তিনজন শামুক তুলতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে হালতিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে আরেকজনের মৃত্যু হয়েছে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নলডাঙ্গা থানার কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে বজ্রপাতে হালতিবিলে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। একজনের বাড়ি নলডাঙ্গায় এবং অপরজন আত্রাই উপজেলায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। বাংলা স্কুপ /আরিফুল ইসলাম/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ