ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ২০২৫ আইপিএল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নিরাপত্তা শঙ্কা থাকায় গতকাল ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরই জরুরি বৈঠক ডাকে বিসিসিআই। সেখান থেকেই এলো বড় সিদ্ধান্ত।
বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের খেলা ছিল। ম্যাচটি চলাকালীন সময়ে জম্মুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়। যার জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিবিয়ে দেওয়া হয়। ফ্লাডলাইট নিভে যায় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেও। এর ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এরপরই আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছিল। বৃহস্পতিবার সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় আইপিএল আপাতত স্থগিত করার। এর আগে ভারতে জাতীয় নির্বাচন কিংবা করোনা মহামারির সময়েও আইপিএল বন্ধ হয়নি। সরিয়ে নেওয়া হয়েছিল অন্য দেশে। কিন্তু ভারত-পাক সংঘাতের মাঝে স্থগিত করা হলো জনপ্রিয় ক্রিকেট লিগটি।
বৃহস্পতিবার ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর এক প্রতিক্রিয়ায় পিটিআইকে আইপিএলের সিইও অরুণ ধুমাল বলেছিলেন, “আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। সরকারের তরফে আমাদের কোনো নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত শুক্রবারের ম্যাচ হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। যদিও পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। সব পক্ষের কথা মাথায় রেখেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন