নলডাঙ্গায় বিআরডিবি'র সুফলভোগী সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
আপলোড সময় :
১১-১০-২০২৪ ০৮:৪২:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-১০-২০২৪ ০৮:৪২:৩৯ পূর্বাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
নাটোরে নলডাঙ্গা উপজেলায় দুই দিনব্যাপী বিআরডিবি'র সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) নলডাঙ্গা উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডবি) আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মোস্তফা সারওয়ার সভাপতিত্বে দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও ) দেওয়ান আকরামুল হক।
দক্ষতা উন্নয়ন ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন, নলডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার পবিত্র কুমার, নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, নলডাঙ্গা উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো. কিশোয়ার হোসেন, নলডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ সাজ্জাদ হোসাইন ও মো. নাহিদুল ইসলাম নাহিদ।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৪০ জন বিআরডিবি'র সুফলভোগী সদস্য অংশগ্রহণ করেন।
বাংলা স্কুপ /আরিফুল ইসলাম/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স