ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

​জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন স্নিগ্ধ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৯:২৫:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:১১:২৫ পূর্বাহ্ন
​জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন স্নিগ্ধ ​ছবি: সংগৃহীত
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। স্নিগ্ধ এখন এ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।

সিইও হিসেব না থাকলেও ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে থাকছেন স্নিগ্ধ। তিনি জুলাই অভ্যুত্থানে শহিদ মীর মুগ্ধের জমজ ভাই।

সিগ্ধ জানিয়েছেন, উচ্চশিক্ষার চাপের কারণেই তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে  গত বছরের ১২ সেপ্টেম্বর সাত সদস্যের জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। পরে ২১ অক্টোবর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে। সে সময় স্নিগ্ধকে এ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।

সারজিস আলম অবশ্য গত জানুয়ারিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে যান। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের (উত্তরাঞ্চল) দায়িত্বে আছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ