ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​জড়িতদের শাস্তি দিতে না পারলে চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৮:৫৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৯:১৩:০৭ অপরাহ্ন
​জড়িতদের শাস্তি দিতে না পারলে চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের থাইল্যান্ডে যাওয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে দায়িত্ব ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এ কথা বলেন তিনি। 

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় জেলা প্রশাসক কার্যালয়ের গেটের সামনে বসে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈঠক থেকে বেরিয়ে তিনি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। 

তিনি বলেন, যারা এই ঘটনা জড়িত তাদের শুধু পদত্যাগ নয়, তদন্ত করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসবো। এটা নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কোনো অবস্থাতেই এটা ছাড় দেওয়া যাবে না। এই ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এখানে (দিনাজপুর) আসার পর বিষয়টি জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে যারা যারা কনসার্ন তাদের সঙ্গে কথা বলেছি। অবশ্যই এটির একটি ব্যবস্থা নেওয়া হবে।

‘যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কী হবে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা যদি শাস্তির আওতায় না আসে তাহলে আমি চলে (দায়িত্ব ছেড়ে) যাব।  
 
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ