ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​করিডোর দেওয়ার আগে জনগণের রায় লাগবে: সারজিস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৭:২৪:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৮:২৭:২৭ অপরাহ্ন
​করিডোর দেওয়ার আগে জনগণের রায় লাগবে: সারজিস ​ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মতো জায়গায় করিডোর দেওয়ার আগে জনগণের রায় লাগবে। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রাজনীতি করছে তাদের রায় লাগবে। এটা কোনো ছোট বিষয় না।

তিনি আরও বলেন, ইন্টেরিম সরকারকে (অন্তর্বর্তী সরকার) আমরা অনেক জায়গায় দেখছি, তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবহেলা করছেন। এই জায়গায় অবহেলা করার সুযোগ নেই।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আওলিয়ার মাজারে উরস শরিফ ও মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম। এসময় জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এনসিপি নেতা সারজিস আলম বলেন, ‘পৃথিবীর ইতিহাসে আমরা অনেক জায়গায় দেখেছি, করিডোরের নাম করে বিদেশি এজেন্ট এসেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসেছে। বিভিন্ন দেশ ঢুকেছে। ইউএন (জাতিসংঘ) ঢুকেছে। ইউএনের নাম করে বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদী মানুষ ঢুকেছে, রাষ্ট্র ঢুকেছে। এই সুযোগ আমরা বাংলাদেশে আর হতে দেবো না।’

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ