অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, একই পরিবারের তিনজনসহ নিহত ৫
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০৫-২০২৫ ০৩:৪১:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৫-২০২৫ ০৭:২১:১৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় বাসের ধাক্কায় থেমে থাকা অ্যাম্বুলেন্সের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের তিনজন একই পরিবারের সদস্য । এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চারজনকে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, আব্দুস সামাদ ফকির (৬০), তার ছেলে হাফেজ বিল্লাল ফকির(৪০), মেয়ে আফসানা (২২) ও এ্যাম্বুলেন্স চালক মাহবুব সরদার(২৮)। অন্যজনের নাম জানা যায়নি।
আহতদের একজন জানান, তাদের বাড়ি মাদারিপুরের সদর উপজেলার মিঠাপুর গ্রামে। বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা। চলতি মাসের ২৩ তারিখ তার বাচ্চা প্রসবের সম্ভাব্য তারিখ। তবে গতরাত থেকে তার ব্যাথা হচ্ছিল। এজন্য সকালে একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে পরিবারের ১০ জন মিলে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। অ্যাম্বুলেন্সে করে রওনা দেওয়ার পর এক্সপ্রেসওয়ের নীমতলি এলাকায় আসার পর চাকা ব্লাস্ট হয়ে যায়। এরপর রাস্তার ডান পাশে চাপিয়ে সেটির চাকা মেরামত করছিলেন এর চালক। তখন কয়েকজন এ্যাম্বুলেন্সের ভিতরে বসে ছিলেন, আর কয়েকজন পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পিছন থেকে এসে সজোরে অ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নারী নিহত হন।
সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং আহত বাকি চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে থেকে বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসলে চারজন মারা যান। এরমধ্যে এক নারী ও তিন পুরুষ। আহত কয়েকজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ঘটনাস্থলে নিহত একজনের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘ঘটনাস্থলেই একজন নিহত ও বাকি ৪ জন হাসপাতালে মারা গেছেন। তবে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মাওয়ার নিমতলা এলাকায় একটি এ্যাম্বুলেন্সে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারী মারা যান। আর আহতদের সবাইকে ঢাকা মেডিকেল পাঠান হয়েছে। বাস ও এ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স