শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নিতে পাক-ভারতের প্রতি তারেক রহমানের আহবান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০৫-২০২৫ ০৮:৫০:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৫-২০২৫ ০৮:৫০:৩০ অপরাহ্ন
ফাইল ছবি
ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেয়ার আহবান রেখেছেন বিএনপির এ শীর্ষ নেতা। বুধবার (০৭ মে) সন্ধ্যায় যুদ্ধ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেছেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘যেহেতু আশেপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেয়ার আহবান জানাই। অভিন্ন স্বার্থ, আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল তা মঙ্গলবার (০৬ মে) দিবাগত রাতে ভারত-পাকিস্তানে সরাসরি হামলার মাধ্যমে যুদ্ধে রূপ নেয়। এরই মধ্যে পাকিস্তানে ২৬ এবং ভারতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স