ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৪:৫৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৫:৪২:৪৮ অপরাহ্ন
​সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান ​ছবি: সংগৃহীত
সরকারি চাকরি ফিরে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সব প্রক্রিয়া শেষে দুয়েকদিনের মধ্যে তার চাকরি পুনর্বহালের আদেশ জারি করা হবে। 

 স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডা. জোবাইদা রহমান মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন। তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন। দুয়েকদিনের মধ্যে আদেশ জারি করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডা. জোবাইদা রহমান চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে ১৯৯৫ সালে যোগ দিলেও ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে চলে যান।এরপর ছুটি বিধিমালা অনুযায়ী দেশে ফেরত আসতে না পারায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান হয়।

ডা. জোবাইদা রহমান ঢাকা মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক (এমবিবিএস) সম্পন্ন করে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি নেন।

চিকিৎসকদের সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে স্বামী তারেক রহমানের সঙ্গে চলে যান যুক্তরাজ্যে।


বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ