ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​চাঁদাবাজির অভিযোগে নিউমার্কেট থানা বিএনপির নেতা বহিস্কার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৩:৪০:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৩:৪০:২৬ অপরাহ্ন
​চাঁদাবাজির অভিযোগে নিউমার্কেট থানা বিএনপির নেতা বহিস্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির নিউমার্কেট থানার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। 

বুধবার (৭ মে) দলটি কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর পাটোয়ারীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, খালেদা জিয়াকে দেশে আসাকে কেন্দ্র করে সোমবার রাতে প্রোগ্রামের জন্য কিছু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন জাহাঙ্গীর হোসেন। পরে ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী ব্যবসায়িদের কাছ থেকে চাঁদা কালেশন করাকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ীদের হাতে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য নিউমার্কেট এলাকায় চাঁদা নেওয়ার সময় জাহাঙ্গীর আলম নামে এক বিএনপিকে কর্মীকে হাতেনাতে ধরেন। এর আগে গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর নিউমার্কেট এলাকায় চাঁদা নেওয়ার সময় ব্যবসায়ীরা তাকে বাধা দেয়। পরে দল থেকে তাকে বহিস্কার করে। কিছুদিন আগে জাহাঙ্গীর আলম ক্ষমা চাইলে তাকে আবারও দলে ফিরিয়ে নেয়। দলে ফিরিয়ে আবারও তিনি চাঁদা নেওয়ার জন্য মার্কেটে গেলে গণধোলাই দেওয়া হয়েছে। 

মহানগর বিএনপি সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ