ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আয়াদ আর ফিলিস্তিনিদের বঞ্চনার গল্প শোনাবেন না

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৩:৩৪:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৩:৩৪:০২ অপরাহ্ন
আয়াদ আর ফিলিস্তিনিদের বঞ্চনার গল্প শোনাবেন না ​ছবি: সংগৃহীত
গাজার নুসাইরাত শহরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের শিশু সংগীতশিল্পী হাসান আয়াদ। মিষ্টি কণ্ঠের এই শিশুশিল্পী সোমবার (৫ মে) নিহত হন বলে জানিয়েছে প্যালেস্টাইন ক্রনিকল।

হাসান আয়াদ গাজার ছিটমহলে থাকতেন এবং অনাথ ও রিফিউজি শিশুদের মাঝে গান গেয়ে তাদের মুখে হাসি ফুটাতেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গাজার শিল্প-সংস্কৃতি অঙ্গনে। আয়াদের বাবা সন্তানের মৃত্যুতে নির্বাক; কান্না চেপে ধরে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

হাসান আয়াদের মৃত্যুতে ফিলিস্তিনি চলচ্চিত্র পরিচালক রশিদ মাশারাওয়ি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “হাসান আয়াদ, যে শিশুটি আমাকে গাজা থেকে একটি গান উৎসর্গ করেছিল, সে আজ শহীদ হয়েছে। তার মিষ্টি, হৃদয়বিদারক কণ্ঠ জিরো ডিসটেন্স চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল।”

গাজার দুঃখ-যন্ত্রণার কথা, ফিলিস্তিনের বঞ্চনার গল্প হাসান আয়াদের গানে ফুটে উঠত। তার মৃত্যু যেন গাজার আরেকটি গভীর ক্ষতের নাম হয়ে থাকল।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ