ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​বৈঠকে বসছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০১:১১:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০১:১১:০৮ অপরাহ্ন
​বৈঠকে বসছে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটি ​ফাইল ছবি
আজাদ কাশ্মিরসহ বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার (৭ মে) সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠক আহ্বান করেন। মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতে চালানো এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে ইসলামাবাদ।

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জম্মু-কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিশোধেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মঙ্গলবার রাতেই পাকিস্তানের আজাদ কাশ্মির অঞ্চলসহ নয়টি স্থানে লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বাহিনী।

পাকিস্তান সরকার জানিয়েছে, তারা উপযুক্ত সময় ও স্থানে এ হামলার জবাব দেবে। পাশাপাশি এই হামলার ঘটনাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষকে বিষয়টি অবহিত করেছে তারা।

পাকিস্তনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার অধিকার রয়েছে পাকিস্তানের এবং তারা সে অনুযায়ী পদক্ষেপ নেবে।

দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের এমন মুখোমুখি অবস্থানকে ঘিরে দক্ষিণ এশিয়াজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি ঠান্ডা করতে আন্তর্জাতিক কূটনৈতিক মহলকেও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।

সূত্র : বিবিসি

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ