ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​কমলো ভারতীয় রুপির দাম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০১:০৪:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৩:৩৪:৩২ অপরাহ্ন
​কমলো ভারতীয় রুপির দাম ​ফাইল ছবি
পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৫ জন। পরে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এমন পরিস্থিতিতে ডলারের বিপরীতে কমে গেছে রুপির দাম।

বুধবার (৭ মে) ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ভূখণ্ডে একাধিক স্থানে হামলা চালানোর পর নন-ডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিনের শেষ বেলায় প্রতি ডলারের বিপরীতে পাওয়া গেছে ৮৪ দশমিক ৪৩২৫ রুপি। আর বুধবার সকালে পাওয়া যায় ৮৪ দশমিক ৬৪ থেকে ৮৪ দশমিক ৬৮ রুপি পর্যন্ত।

এদিকে ভারতকে পাল্টা জবাব দিতে পাকিস্তানের হামলায় এ পর্যন্ত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের পাশাপাশি ভারতের একটি ড্রোন ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যে থাকা বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। সূত্র: দ্য ইকোনমিক টাইমস।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ