ফিফার অনুমতি পেয়েছেন সামিত, নামতে পারেন সিঙ্গাপুরের বিপক্ষে
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৬-০৫-২০২৫ ০৯:৩৬:০০ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৫-২০২৫ ০৯:৩৬:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। হামজা চৌধুরির পর বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন সামিত সোম। এরপর এরপর থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই ফুটবলারকে লাল-সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়া চলমান ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৫ মে) বাংলাদেশি পাসপোর্টও হাতে পেয়েছিলেন সামিত।
শুক্রবার (২ মে) রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত সোম। তিন দিনের মধ্যেই ই-পাসপোর্ট সম্পন্ন হয় তার।
গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পাওয়ার পর ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান সামিত। এরপর তার পাসপোর্ট সম্পন্ন হলে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই কানাডা প্রবাসী এই ফুটবলারকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিয়েছে ফিফা। ফলে সামিতের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই।
২৭ বছর বয়সী সামিতের বাবা-মা দুজনই বাংলাদেশি। তিনি এখন খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। এর আগে সামিত কানাডা জাতীয় দলের হয়ে ম্যাচও খেলেছেন।
এফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। ফিফার অনুমতি পাওয়ায় এখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই সামিতকে মাঠে নামতে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স