আগামী সপ্তাহে আকাশে আলো ছড়াবে ‘ফ্লাওয়ার মুন’
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-০৫-২০২৫ ০৮:৫৪:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৫-২০২৫ ০৮:৫৪:৫৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে চন্দ্রপ্রেমীরা আনন্দের জন্য অপেক্ষা করছেন। কারণ আগামী সপ্তাহে মে মাসের প্রথম পূর্ণিমা। যা ঐতিহ্যগতভাবে ‘ফ্লাওয়ার মুন’ নামে পরিচিত। ১২ মে রাতের আকাশকে আলোকিত করবে এ চাঁদ যা অনেকটা কমলা রংয়ের হতে পারে।
১২ মে সন্ধ্যায় পূব আকাশে আবির্ভূত হওয়া এ পূর্ণিমার চাঁদ সারা রাত ধরে মিটমিট করে জ্বলবে। এরপর ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমে অস্ত যাবে। এর আগের ও পরের রাতে পূর্ণিমা দেখতে পারেন চন্দ্রপ্রেমীরা।
তবে ‘সুপারমুন’ এর বিপরীত এ ফ্লাওয়ার মুন। যা একটি ‘মাইক্রোমুন’ ও স্বাভাবিকের চেয়ে সামান্য ছোট দেখাবে। এ ‘মাইক্রোমুন’ ঘটনাটি, যাকে প্রযুক্তিগতভাবে অ্যাপোজি পূর্ণিমা বলা হয় পৃথিবীর চারপাশে চাঁদের উপবৃত্তাকার কক্ষপথের কারণে ঘটে।
লাইভ সায়েন্স অনুসারে, এ কক্ষপথটি এমন বিন্দু তৈরি করে যেখানে চাঁদ আমাদের গ্রহের সবচেয়ে কাছে (পেরিজি) ও সবচেয়ে দূরে (অ্যাপোজি) থাকে। এ মাসে, অপোজি বিন্দু প্রায় পূর্ণিমার সঙ্গে মিলে যায়।
চাঁদ যখন ১০০ শতাংশ পূর্ণতায় পৌঁছাবে ঠিক সেই মুহূর্তটি হবে দুপুর ১২টা ৫৬মিনিট। তখন সূর্য একেবারে মাথার উপরে থাকবে। অতএব, আলোকিত কক্ষপথ পর্যবেক্ষণের সর্বোত্তম সময় হবে সেই দিনের শেষের দিকে মানে সন্ধ্যার সময়।
চাঁদ যখন উপরে ওঠে বা নিচে নেমে আসে, তখন ‘রেইলে’ বিচ্ছুরণের ফলে চাঁদ কমলা রঙ ধারণ করতে পারে, একই ঘটনা যা সূর্যাস্তের ক্ষেত্রেও ঘটে।
চন্দ্রপ্রেমীদের পরবর্তী পূর্ণিমা, স্ট্রবেরি মুন, যা ১১ জুন রাতের আকাশে দেখা যাবে তার জন্য অপেক্ষা করতে হবে। এটি উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমা ও দক্ষিণ গোলার্ধে শরৎকালের শেষ পূর্ণিমা, যা ২১ জুন গ্রীষ্মকালীন অয়নকালের মাত্র ১১ দিন আগে ঘটবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স