ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতার সিনেমা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৩:১২:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৫-২০২৫ ০৩:১২:৩৬ অপরাহ্ন
ভারতে নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতার সিনেমা ফাইল ছবি
ভারতীয় লেখক-পরিচালক আরতি এস বাগদি নির্মাণ করেছেন ‘আবির গুলাল’ সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। আগামী ৯ মে ভারতে এটি মুক্তির কথা ছিল।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ঘিরে সারা ভারতে আক্রোশ ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ওপর। তার অভিনীত ‘আবির গুলাল’ ভারতে প্রদর্শন বন্ধের দাবিও জানান। এরপর সিনেমাটি ভারতে নিষিদ্ধ করে ভারত সরকার। এ নিয়ে ক্ষোভ ঝারলেন দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেতা প্রকাশ রাজ।‘আবির গুলাল’ সিনেমার বিতর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে প্রকাশ রাজ বলেন, “আমি কোনো সিনেমা নিষিদ্ধের পক্ষে নই। সেটা প্রোপাগান্ডা হোক বা না হোক। যদি না তা শিশু নির্যাতন বা পর্নোগ্রাফি প্রচার করে। একটি চলচ্চিত্র কেন নিষিদ্ধ করা হবে? এ বিষয়ে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে।”এরপর ‘পদ্মাবত’, ‘পাঠান’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের চরিত্র নিয়ে জনসাধারণের ক্ষোভের কথা বর্ণনা করেন প্রকাশ রাজ। এ অভিনেতা বলেন, “লোকজন বাইরে বলছিল, ‘আমি তার (দীপিকা) নাক কেটে ফেলব।’ এটি কেবল একটি পোশাক বা রঙের জন্য তারা বলেছিল।”

এসব ঘটনা ঘটিয়ে ভয় তৈরিই তাদের লক্ষ্য। এ দাবি করে প্রকাশ রাজ বলেন, “তারা ভয় তৈরি করতে চায়। চলচ্চিত্র তৈরি হচ্ছে না। কেন্দ্রীয় সেন্সরশীপ দখল করে নিয়েছে। এটি এখন শুধু রাষ্ট্রীয় চাপ নয়, এটি সিস্টেমেটিক হচ্ছে।”ব্যাখ্যা করে এ অভিনেতা বলেন, “এটি মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে। এতে করে তরুণ প্রজন্মকে তাদের প্রকল্প বাস্তবে রূপ নেওয়ার আগেই স্ব-সেন্সর করতে বাধ্য করবে।”‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার উদাহরণ টেনে প্রকাশ রাজ বলেন, “দ্য কাশ্মীর ফাইলস’ কোনোরকম ঝামেলা ছাড়াই মুক্তি পায়। তাহলে অন্যরা? তারা হয়তো এতটা ভাগ্যবান নয়।”মোহনলাল অভিনীত ‘এল টু: এমপুরান’ সিনেমা নিয়ে বিতর্ক চলছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে বিজেপি সরকারের সমালোচনা করে প্রকাশ রাজ বলেন, “যখন কাউকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়, তখন তারা অসহনীয় হয়ে ওঠে।”ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী প্রকাশ রাজ। শুধু ভারত নয়, বাংলাদেশের দর্শকদেরও মন জয় করেছেন এই গুণী অভিনেতা। অভিনয় ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। তবে খল চরিত্রে অভিনয় করে ঢের খ্যাতি কুড়িয়েছেন এই ভার্সেটাইল অভিনেতা।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 
 
 
  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ