ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫ , ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৭ জেলায় বজ্রপাতের শঙ্কা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০১:৩৯:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০১:৩৯:৫৯ অপরাহ্ন
৭ জেলায় বজ্রপাতের শঙ্কা
দেশের সাত জেলায় আজ শনিবার দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টির পাশাপাশি বজ্রপাতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৩মে) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।এই বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ সব বিভাগে বৃষ্টির আভাস রয়েছে। দেশের ১৪টি অঞ্চলে বৃষ্টিপাত বেশি হতে পারে। তবে এই সাত অঞ্চলে বজ্রপাতের একটা শঙ্কা রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ