ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মূল্যস্ফীতি প্রায় স্থিতিশীল অবস্থানে এসেছে : অর্থ উপদেষ্টা

আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০৯:৫৮:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০৯:৫৯:২৪ অপরাহ্ন
মূল্যস্ফীতি প্রায় স্থিতিশীল অবস্থানে এসেছে : অর্থ উপদেষ্টা প্রতীকী ছবি
অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি প্রায় স্থিতিশীল অবস্থানে এসেছে। সরকারিভাবে সাধারণ মূল্যস্ফীতি প্রায় এক শতাংশ কমেছে । সামগ্রিকভাবে আমরা মূল্যস্ফীতিকে স্থিতিশীল অবস্থানে রাখতে সক্ষম হয়েছি। বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিরি ৭ম সভা শেষে সাংবাদিকদের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন । সভায় সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।
‘বাজারে জিনিসপত্রের অনেক দাম’-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। একটু সময় লাগবে। ইতিমধ্যে আমরা কিছু সিদ্ধান্ত দিয়েছি। পেঁয়াজ ও আলুর ওপর শুল্ক কমিয়েছি, ভোজ্যতেলের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছি। আজ চিনির ওপর থেকে শুল্ক কমানো হলো।’
নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোন অভাব হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, আজ মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হলো। এলএনজি আমদানি, কৃষিতে সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছি, আপনারা স্বস্তি পাবেন।’
‘বাজারে কতো দিনের মধ্যে স্বস্তি পাওয়া যাবে’- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘স্বস্তি পাবেন। আপনারা ধৈর্যহারা হয়েন না। এ জিনিসটা কিন্তু অনেক জটিল। মনে করা ঠিক হবে না,  মূল্যস্ফীতি হঠাৎ করে বেড়ে গেছে। এটার পেছনে অনেকগুলো ফ্যাক্টর (বিষয়) আছে। এখানে বাজারের ফ্যাক্টর আছে। বাজারে মনিটরিংয়ের ফ্যাক্টর আছে। পণ্য উৎপাদন থেকে বিপণনের ক্ষেত্রে অনেক ব্যাপার রয়েছে।’
আরেক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন দাবি করেন , ‘চাঁদাবাজি কমেনি তা নয়, চাঁদাবাজি কমেছে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হাতবদল হওয়াটা এ মুহূর্তে যে কমেছে, তা বলা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ও রয়েছে।’
ডিমের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডিমের দাম কমেছে আজ। শহর  ও গ্রামে উভয় ক্ষেত্রেই সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মুল্যস্ফীতির হার গত মাসে কমেছে বলে জানান অর্থ উপদেষ্টা। সূত্র : বাসস।

বাংলা স্কুপ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ