নিজেরা ফ্যাসিস্ট হয়ে উঠছি কিনা, প্রশ্ন রাখলেন মির্জা আব্বাস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৫-২০২৫ ০৮:১০:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৫-২০২৫ ০৮:১০:৪২ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছি কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়া পল্টনে শ্রমিক দলের সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার আমলে অনেক চুক্তি হয়েছে, যা জনগণ জানতে পারেনি। মানবিক করিডর দিতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না। এই করিডর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি। যেই করিডর দেশের উপকার আসবে না তা মানুষ চায় না।
তিনি আরও বলেন, আমরা কারও রাজত্বে বসবাস করি না। জনগণের কথার বাইরে দেশে কিছু হবে না। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কোনো কিছু করতে গেলে তা প্রতিরোধ করা হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স