ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​খেলা থামিয়ে বাসায় ফেরার পথে বজ্রপাতে মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৮:০৭:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৮:০৭:১২ অপরাহ্ন
​খেলা থামিয়ে বাসায় ফেরার পথে বজ্রপাতে মৃত্যু প্রতীকী ছবি
রাজধানী ঢাকার উত্তরায় বজ্রপাতের আঘাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিবুল হাসান খান রাফি (২৩) । তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আহতদের উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাফির ফুফাতো ভাই শ্রাবণ জানান, দুপুরের দিকে টঙ্গীর ইজতেমা মাঠে কয়েকজন মিলে ক্রিকেট খেলতে যান। বৃষ্টি শুরু হলে খেলা থামিয়ে বাসায় ফেরার পথে তারা বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ