ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​সীমান্তে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৭:২০:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৭:২০:০৩ অপরাহ্ন
​সীমান্তে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান ​ছবি: সংগৃহীত
কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যেই সীমান্তে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সেখানে যোগ দিয়েছেন বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারাও। এসময় তারা তাদের যুদ্ধ প্রস্তুতি এবং আধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করেন। 

বৃহস্পতিবার (১ মে) ট্যাংক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় তারা।

জানা গেছে, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বুধবার (৩০ এপ্রিল) ভারতীয় সেনারা বিনা উসকানিতে এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছুড়ে। পরবর্তীতে পাক সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়।

আর এই গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করা হয়।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ