কেনিয়ায় প্রকাশ্যে সংসদ সদস্যকে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৫-২০২৫ ০৬:২৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৫-২০২৫ ০৭:৩৩:৪৭ অপরাহ্ন
ছবি : এএফপি
কেনিয়ার রাজধানী নাইরোবিতে সংসদ সদস্য চার্লস ওংঅন্ডো ওয়্যারকে গুলি করে হত্যা করা হয়েছে। নাইরোবির এনগং রোডে স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় একটি ট্রাফিক সিগনালে গাড়ি থামানোর পর তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা একটি মোটরসাইকেলের যাত্রীকে এমপির গাড়ির দিকে গুলি ছুড়তে দেখেছেন।
কেনিয়ার ন্যাশনাল পুলিশ সার্ভিসের মুখপাত্র মুচিরি নিয়াগা এক বিবৃতিতে বলেছেন, ‘এই হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে, এটি পরিকল্পিত ও পূর্বনির্ধারিত ছিল। এখনো এ বিষয়ে বিস্তারিত জানানোর সময় হয়নি।
ওংঅন্ডো ওয়্যার পশ্চিম কেনিয়ার কাসিপুল এলাকার সংসদ সদস্য ছিলেন। তিনি মধ্য ডানপন্থী অরেঞ্জ ডেমোক্রেটিক মুভমেন্টের (ওডিএম) প্রতিনিধিত্ব করতেন। দলটি ২০০৫ সালের প্রস্তাবিত সংবিধান সংশোধনের বিরোধিতা করে গঠিত হয়, সমালোচকদের মতে যা প্রেসিডেন্টকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করত।
কেনিয়ার ডেইলি নেশন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ওয়্যার প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, তার জীবন হুমকির মুখে রয়েছে।
মধ্য ডান ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মিত্র ও কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ওয়্যারের পরিবার ও কাসিপুলের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, ‘আমরা পুলিশকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে আহ্বান জানাচ্ছি। দোষীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
ওডিএম প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা বলেন, কেনিয়া তার ‘একজন বীর সন্তানকে’ হারাল।
২০২২ সালের নির্বাচনে রুটোর কাছে পরাজয়ের পর ওডিঙ্গা ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এক আবেদনে জানান, ভোটটি ছিল ‘পূর্বপরিকল্পিত অবৈধ ও অপরাধমূলক ষড়যন্ত্রে ভরপুর’। পরে চলতি বছরের মার্চে ওডিঙ্গা ও রুটো একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন, যেখানে তারা ‘একটি বিস্তৃত সরকার’ গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে সম্মত হন।
সূত্র : আল জাজিরা
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স