ফেনীতে মহান মে দিবসে র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৫-২০২৫ ১২:৪৮:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৫-২০২৫ ১২:৪৮:১৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
'শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে'- স্লোগানে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। এ উপলক্ষে ফেনীতে র্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে প্রাঙ্গণে শেষ হয়।
দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধানঅতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। বক্তব্য রাখেন এডভোকেট সমীর কর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, নিরাপদ সড়ক আন্দোলন জেলা সভাপতি জিয়াউদ্দিন, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, তার ফলে ধীরে ধীরে লোপ পেতে শুরু করে সামাজিক শ্রেণি-বৈষম্য। তবে শ্রেণি-বৈষম্য এখনও পুরোপুরি দূর না হলেও মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স