জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৫-২০২৫ ১২:৩৪:২০ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৫-২০২৫ ১২:৩৪:৪১ অপরাহ্ন
ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১ মে) রাতের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এই তফসিল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম।
এর আগে, গত ৩০ এপ্রিল দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. কামরুল আহসান আগামী ৩১ জুলাই জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ, ২১ মে বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ ও খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ, ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ, ১ জুলাই থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও ১ জুলাই থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান কার্যক্রম চলবে (প্রার্থী কিংবা তার প্রতিনিধি কর্তৃক)।
এ ছাড়া ৯ জুলাই মনোনয়ন পত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতা এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ, ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা, ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১৫ জুলাই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৬ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ এবং একই তারিখ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার কার্যক্রম চলবে।
সবশেষ, ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ এবং এদিন রাতে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স