রাজধানী থেকে পুরোনো মোটরযান অপসারণ করবে বিআরটিএ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৫-২০২৫ ১২:০৭:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৫-২০২৫ ১২:০৭:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগরী থেকে পুরোনো বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ এই ধরনের মোটরযান অপসারণ করবে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরী থেকে পুরোনো বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ এই ধরনের মোটরযান অপসারণ করা হবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার ঢাকা মহানগরী থেকে এসব মোটরযান অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এতে বলা হয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে মে মাস থেকে ২০ বছরের বেশি পুরনো বাস, মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযান ঢাকা মহানগরী থেকে অপসারণ করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স