ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪২ হাজার

আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০৮:০৪:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০৮:০৪:৪৭ অপরাহ্ন
​গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪২ হাজার
গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ১০ জনে গিয়ে ঠেকেছে। আর আহতের সংখ্যা ৯৭ হাজার ৭২০ জন। খবর, আল জাজিরার।
বুধবার (৯ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১৩০ জন আহত হয়েছে। এ ছাড়া লেবাননেও ইসরায়েলের স্থল অভিযান অভ্যাহত রয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
এদিকে, ইসরায়েলি বাহিনী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে গাজায় তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ হামলার ফলে গাজার প্রায় পুরো অধিবাসী বাস্তুচ্যুত হয়েছে এবং চলমান অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে সেখানে।
উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানিয়েছেন। গাজার ওপর অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আনা হয়েছে।

বাংলা স্কুপ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ