ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেও লজ্জা হয়: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৭:৪৪:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৮:০৫:৩৩ অপরাহ্ন
​ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেও লজ্জা হয়: বাণিজ্য উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
শেখ হাসিনার শাসনামলে ন্যায়বিচারের অভাবের কারণে রাষ্ট্রের প্রায় প্রতিটি খাতে দুর্বৃত্তায়ন ঘটেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, “জাতীয় সংসদের অনেক ব্যবসায়ী সদস্য দুর্বৃত্তায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, তাই এখন নিজেকে ব্যবসায়ী বলতে লজ্জা লাগে।”

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এফবিসিসিআইয়ের বাজেট পরামর্শক কমিটির ৪৫তম সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

শেখ বশিরউদ্দিন বলেন, “ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে সবক্ষেত্রে, কর ব্যবস্থায়ও তার ব্যতিক্রম নয়। অতীতের বাজেট ব্যবস্থায় অপ্রয়োজনীয় ব্যয়ের মহোৎসব দেখা গেছে, যা ছিল এক ধরনের 'ঈদ উৎসবের' মতো। আমরা সেসব খরচ বিশ্লেষণ করে দেখেছি, সব মন্ত্রণালয়ে একই প্রবণতা ছিল। এখন বাস্তবমুখী বাজেট প্রণয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার।”

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “ব্যবসা সংগঠনগুলোকে দুর্বৃত্তায়নমুক্ত রাখতে হলে ব্যবসায়ী সমাজকে নিজ থেকেই দায়িত্ব নিতে হবে।”

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী তার বক্তব্যে বলেন, “সরকার ব্যবসা করতে চায় না, বরং ব্যবসার জন্য সহায়ক পরিবেশ তৈরি করাই সরকারের কাজ। বেসরকারি খাতকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ