ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ভারত থেকে কচুর মুখি আমদানি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৭:৩৬:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৭:৩৮:৫৭ অপরাহ্ন
​ভারত থেকে কচুর মুখি আমদানি ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দেশের বাজারে চাহিদা থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় ভারত থেকে কচুর মুখি নিয়ে একটি মিনি পিকআপ বাংলাদেশে প্রবেশ করে। হিলি স্থলবন্দরের রোশনী ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান এইসব কচুর মুখি আমদানি করেছে। কচুর মুখি ভারতের মধ্যপ্রদেশ থেকে আমদানি করা হচ্ছে বলে জানান আমদানিকারকের প্রতিনিধি।

আমদানিকারকের প্রতিনিধি রাশেদ হোসেন বলেন, দেশের বাজারে চাহিদা থাকায় ভারতের মধ্য প্রদেশ থেকে হিলি স্থলবন্দর দিয়ে কচুর মুখি আমদানি করা হয়েছে। এই বছরে আজ ভারত থেকে একটি ট্রাকে ১২ টন কচুর মুখি আমদানি হয়েছে। আমদানি করা কচুর মুখি বন্দরে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাহিদা থাকলে আমদানি আরো হবে।

এইসব কচুর মুখি ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামগুলোয় পাঠানো হবে বলে জানান আমদানিকারকের প্রতিনিধি।  

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, এই বছরে প্রথম হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কচুর মুখি আমদানি করা হয়েছে। ইতোমধ্যেই আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের দপ্তরে ডকুমেন্টসসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। আমরা পরীক্ষা-নীরিক্ষা করে সনদ প্রদান করবো। এরপর কাস্টমস তাদের প্রক্রিয়া সম্পন্ন করে পণ্যটি হস্তন্তর করবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ