ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​শিক্ষার্থীদের সভা-সমাবেশে অংশগ্রহণ বন্ধের নির্দেশনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৩:০১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৩:০১:৫৯ অপরাহ্ন
​শিক্ষার্থীদের সভা-সমাবেশে অংশগ্রহণ বন্ধের নির্দেশনা
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা-সংশ্লেষবিহীন সভা-সমাবেশ ও মিছিলে শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকাসহ বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সম্প্রতি বিভিন্ন ইস্যুতে আয়োজিত মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করছে। ফলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। 

কোমলমতি শিক্ষার্থীরা এসব কর্মকাণ্ডে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মনে করছে সরকার। পাশাপাশি অভিভাবকদের মধ্যেও উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের শ্রেণিমুখী ও শিক্ষামুখী রাখতে কো-কারিকুলার কার্যক্রমে তাদের ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণি ও সহ-শিক্ষা কার্যক্রম জোরদারে ব্যবস্থা নেবেন।

এ লক্ষ্যে একটি নমুনা কো-কারিকুলার কার্যক্রমের তালিকাও বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ