ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ১২:৫৩:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৩:২১:২৯ অপরাহ্ন
​ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ ​ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের চলাচল করা ‘ক্ষণিকা’ পরিবহন বাসে হামলার ঘটনায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা। 

বুধবার (৩০ এপ্রিল) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুম বিল্লাহ। তবে তাৎক্ষণিকভাবে আসামিদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

তিনি বলেন, ঢাবির বাসে হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা হয়েছে। আমরা ঘটনার ভিডিও দেখে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা ৫জনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে আমাদের টিম। তবে মামলার বাদী ও আসামিদের সংখ্যা সম্পর্কে তিনি জানান, কতজনকে আসামি করা হয়েছে, নাম উল্লেখ আছে কিনা বা বাদী কে—সেটি এখন যাচাই করে বলা যাবে।

এর আগে ঘটনার পর মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তারা থানায় যান এবং ঘটনার শিকার শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। সেখানে পৌঁছে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের অভিযোগ শোনেন তারা। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন উপাচার্যের প্রটোকল অফিসার ফিরোজ শাহ। 

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ