ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের কাজলা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদুল ইসলামের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল্লাহ নোমানের নির্দেশে এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক (অপারেশন্স) কিউ এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং ২৭.৮৭.০০০০.২০১.১৬.০১২.২৪.২৭) মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে এই কমিটি গঠনের কথা জানানো হয়।
তদন্ত কমিটির আহবায়ক ডিপিডিসির প্রধান প্রকৌশলী (প্রকিউরমেন্ট এন্ড স্টোর) মর্তুজা কামরুল আলম এবং ম্যানেজার (এইচ আর) মো. রায়হান উদ্দিন মোল্লা এবং নির্বাহী প্রকৌশলী (মিটারিং দক্ষিণ) প্রাঞ্জল আচার্য্যকে সদস্য করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত সোমবার (৭ অক্টোবর)
'টাকা দিলেই মিলে প্রিপেইড মিটার!' শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বাংলা স্কুপ। প্রতিবেদন প্রকাশের পর ডিপিডিসিতে তোলপাড় সৃষ্টি হয়। পরদিনই তদন্ত কমিটি গঠন করল কর্তৃপক্ষ।
এ বিষয়ে নির্বাহী পরিচালক (অপারেশন্স) কিউ এম শফিকুল ইসলাম মুঠোফোনে বাংলা স্কুপকে জানান, সরকার দুর্নীতি দমনে কঠোর অবস্থানে রয়েছে। কাজলা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদুল ইসলামের বিরুদ্ধে গ্রাহক হয়রানিসহ নানাবিধ অনিয়মের সংবাদ আগেও বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব অভিযোগও এখন খতিয়ে দেখা হবে। দুর্নীতিবাজ যেই হোক, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে