স্টিকারবিহীন যান সচিবালয়ে প্রবেশ বন্ধের সিদ্ধান্ত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৯-০৪-২০২৫ ০৬:০৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৪-২০২৫ ০৬:২৮:১৩ অপরাহ্ন
স্টিকারবিহীন সব প্রকার যানবাহন সচিবালয়ে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
এছাড়া যেসব গাড়ির স্টিকারের (আয়তাকার) মেয়াদ শেষ হয়েছে সেগুলোর প্রবেশ বন্ধেরও সিদ্ধান্ত হয়েছে। এসব গাড়ির জন্য নতুন স্টিকার নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।
জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পূর্বে ইস্যু করা গাড়ির স্টিকার (আয়তাকার) যার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে সে সব স্টিকারযুক্ত গাড়ি এবং স্টিকারবিহীন সব প্রকার যানবাহন সচিবালয়ে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, যে সব গাড়ির স্টিকারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তা পরিবর্তন করে বর্তমানে ইস্যুকৃত (গোলাকার) স্টিকার নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স