খালাস পেলেন ফখরুল, খসরু ও রিজভী
আপলোড সময় :
০৯-১০-২০২৪ ০৩:৪৩:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১০-২০২৪ ০৩:৪৪:১১ অপরাহ্ন
উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত মামলাটি খারিজ করে তাঁদের খালাস প্রদান করেন।
এদিন মামলাটির ধার্য তারিখ ছিল। তবে এ নিয়ে মামলার বাদি এবি সিদ্দিক ২০ বার আদালতে অনুপস্থিত রয়েছেন। পরে আদালত বাদিকে গড়হাজির দেখিয়ে মামলাটি খারিজ করে দেন এবং আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।
২০১৮ সালের ৬ আগস্ট দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে এবি সিদ্দিকী বাদী হয়ে মামলা করেন। ২০২২ সালের ৯ জুন আদালত মামলাটি আমলে নেন।
বাংলা স্কুপ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স